Analysis of মনের তরঙ্গ



আজীবন আত্ম মগ্ন জীবন্ত এই ঢেউ
চির মত্ত ভাঙা গড়ার খেলায়।
এ ঢেউ সুন্দরের অন্তরালে কেবলই সবুজ খায়।
এ ঢেউ জন্ম দেয় -
বাঁচার নামে রোগ;
অগ্রগতির নামে পতন;
সৃষ্টির নামে উপহার দেয়
ধ্বংস আর ভয়ংকর মৃত্যু ।
তবুও, তবুও -
এ মানব সমাজ সংস্কৃতি, ঐতিহ্যকে
জলাঞ্জলি দিয়ে হাতছানি দেয়
বন্য সভ্যতাকে, পরিবর্তনকে।
ধিক্কার জানাই এই উন্মাদ নবীনতাকে;
অলস কুৎসিত অভিব্যক্তিকে।
পতনের বৈজয়ন্তী আজ হাতে হাতে উড্ডীন উল্লাসে ।
বর্তমান টাকা দিয়ে কিনতে চায়
সুখ,�
ান্তি,�
ান্তির ঘুম।
ঘুম!
স্নিগ্ধ,�
ীতল,নিঃস্পন্দন নিরপরাধ ঘুম ।
বিষ পান করতে করতে আজ সে নীলকন্ঠ।
ঝিমন্ত এই �
রীর নিয়ে ক্লান্ত, ভারী ক্লান্ত সে।
অজানা এক লগ্ন চির ঘুমের দে�
ে নিয়ে যাবে তাকে।
এ পৃথিবী একদিন থমকে যাবে;
থমকে যাবে তার স্পন্দিত বুক।
নম্র হবে তার ব্যস্ততা।
তখনও সূর্য দহন খেলায় মত্ত থাকবে অবি�
্রান্ত;
তখনও রাত্রি প্রতিক্ষিত জোছনার।
কিন্তু এ ধরনী নয়ন মেলবে না
অজানা নক্ষত্রে ভরা দূরাকা�
ে।
মলিন �
ুভ্রস্বরুপ জলরা�
ি গিলে নেবে আদিগন্ত।
সলজ্জ করুন আঁখিপাতে ঝরবে অসহায় অ।
কী নির্মম এ হত্যা লীলা!
হায় পৃথিবী!
এ উপহার তোমার তো কাম্য ছিলোনা।
কেবলই যুগ যুগান্তরের নীরব সাক্ষী হয়ে রবে

ুধু আদিগন্ত সীমাহীন নীল নীলিমা।
আমার নয়ন তাকিয়ে সুদূরে-
সে ভীষনভাবে স্বপ্ন দেখে-
একদিন সময়ের আঙুল ধরে
সবুজ আঁচল উড়িয়ে
জন্ম নেবে এক নবীন লাবন্যময়ী বসুন্ধরা;
যখন দিগন্তের কোলে উঁকি দেবে নতুন সূর্য।
পৃথিবী আবার হাসবে নতুন করে।


Scheme
Poetic Form Palindrome
Metre 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1
Characters 3,221
Words 224
Sentences 4
Stanzas 1
Stanza Lengths 53
Lines Amount 53
Letters per line (avg) 0
Words per line (avg) 4
Letters per stanza (avg) 0
Words per stanza (avg) 220
Font size:
 

Submitted on January 24, 2017

Modified on March 05, 2023

1:07 min read
84

Discuss this Somashree Halder poem analysis with the community:

0 Comments

    Citation

    Use the citation below to add this poem analysis to your bibliography:

    Style:MLAChicagoAPA

    "মনের তরঙ্গ" Poetry.com. STANDS4 LLC, 2024. Web. 4 May 2024. <https://www.poetry.com/poem-analysis/45472/%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97>.

    Become a member!

    Join our community of poets and poetry lovers to share your work and offer feedback and encouragement to writers all over the world!

    More poems by

    Somashree Halder

    »

    May 2024

    Poetry Contest

    Join our monthly contest for an opportunity to win cash prizes and attain global acclaim for your talent.
    27
    days
    2
    hours
    27
    minutes

    Special Program

    Earn Rewards!

    Unlock exciting rewards such as a free mug and free contest pass by commenting on fellow members' poems today!

    Browse Poetry.com

    Quiz

    Are you a poetry master?

    »
    "Twas brillig, and the slithy toves Did gyre and gimble in the wabe."
    A Dr. Seuss
    B Lewis Carroll
    C Shel Silverstein
    D Lord Byron